‘ইলিশ আমাদের জাতীয় মাছ, জাটকা ধরলে সর্বনাশ’ শিরোনামে বরগুনা জেলায় জাটকা সংরক্ষণ সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বরগুনা সদর উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন করা হয়।
বরগুনা উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য ও সভাপতি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণলায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
সকাল ১০টায় র্যালি শেষে উপজেলা পরিষদ অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিয়া শারমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ দে, উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল ইসলাম, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা শহীদুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী সমিতির জেলা সভাপতি আ. খালেক, আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি বাচ্চু চৌধুরী, ৭ নম্বর ঢলুয়া ইউপি চেয়ারম্যান আজিজুল হক (স্বপন) ও মাওলানা আলতাব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই