মহার্ঘ ভাতা প্রদান, নবম পে-স্কেল ঘোষণার মাধ্যমে বেতন বৈষম্য নিরসন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহালসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুরের কালেক্টরেট ভবনের সামনে এসব দাবি পূরণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে সরকারি কর্মচারীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ১০ধাপে বেতন নির্ধারণসহ নবম পে-স্কেল বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ৫০ শতাংশ মহার্ঘ ভাতা, সচিবালয়ের মতো সব দপ্তর, অধিদপ্তরের পদ-পদবি পরিবর্তন, টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল ও ন্যায্য মূলে রেশন প্রথা চালুর দাবি জানান তারা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামীমুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মহসিন কবির, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ও প্রচার সম্পাদক মো. নজরুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর