জামালপুরের সরিষাবাড়ীর ভাটারায় নদীতে ভাসমান অবস্থায় বাবা-মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে ভাটারা ইউনিয়নের কেষ্টপুর ব্রিজের কাছে ঝিনাই নদী থেকে তাদের লাশ দু'টি উদ্ধার করা হয়।
মৃতরা হলেন- সরিষাবাড়ীর কামরাবাদ ইউনিয়নের বয়সিং গ্রামের জালেক মণ্ডলের ছেলে সৌদি প্রবাসী আব্দুল আজিজ (৩৫) ও তার মেয়ে জান্নাত (৫)। সৌদি প্রবাসী আজিজ একমাস আগে ছুটিতে বাড়িতে এসেছিলেন। আগামীকাল শুক্রবার তার সৌদি ফিরে যাওয়ার কথা ছিল।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক ও নিহতের পরিবারের সদস্যরা জানায়, ভাটারা ইউনিয়নের কেষ্টপুর গ্রামের দুই ভাই আজাহার ও খোরশেদের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ ছিল। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে মামলা চলছিলে। গত মঙ্গলবার রাতে খোরশেদ লোকজন নিয়ে আজাহারের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওইদিন রাত থেকেই তাদের অপর ভাই সৌদি প্রবাসী আব্দুল আজিজ ও তার ৫ বছর বয়সী মেয়ে জান্নাত নিখোঁজ ছিল বলে তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন। আজ বৃহস্পতিবার সকালে স্থানীয়রা কেষ্টপুর ব্রিজ সংলগ্ন ঝিনাই নদীতে আজিজ ও জান্নাতের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ দু'টি উদ্ধার করে। পুলিশ এ ঘটনায় পীর মাহমুদ, মর্জিনা বেগম, কাজলী বেগম ও সোমা বেগম নামে ৪ জনকে আটক করেছে।
সরিষাবাড়ী থানার ওসি মীর রকিবুল হক জানান, আজিজের সঙ্গে তার ভাই মো. আজাহারের জমি নিয়ে বিরোধ চলছিল। একমাস আগে দেশে ফেরা আজিজের আবার সৌদিতে যাওবার কথা ছিল আগামী শুক্রবার। এর মধ্যে মঙ্গলবার সন্ধ্যায় আজিজের পরিবারের উপর হামলা করা হয়। এরপর থেকে মেয়েসহ নিখোঁজ ছিলেন আজিজ। এ ঘটনায় আজিজের তার স্ত্রী রোকেয়া বেগম বাদী হয়ে সরিষাবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেন।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে আজাহার পলাতক রয়েছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্ত্রীসহ চারজনকে আটক করা হয়েছে। আজিজের লাশ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ