নিজস্ব অর্থায়নে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে তিস্তা নদীর দুই তীরের ১২ উপজেলায় একযোগে মানববন্ধন, সমাবেশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ এই কর্মসূচির আয়োজন করে।
রংপুরের পীরগাছা উপজেলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, হাতিবান্ধা উপজেলায় ছিলেন সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, কাউনিয়া উপলেলায় সংগঠনের স্ট্যান্ডিং কমিটির সদস্য সামছুল আলম, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজার রহমান, গণেশ শর্মা, রাজারহাটে ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য বখতিয়ার হোসেন শিশির, সাজু সরকার, মোশারফ হোসেন, গংগাচড়া উপজেলায় স্ট্যান্ডিং কমিটির সদস্য মাহমুদ আলম, আমিনুর রহমান মুন্না, আব্দুর দুলাল নুর, ডিমলা উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য মোজাফ্ফর হোসেন, কেন্দ্রীয় নেতা রুহুল আলম মাষ্টার, অধ্যাপক নূর মুহাম্মদ খান, সুন্দুর গঞ্জে ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম দুলাল, কেন্দ্রীয় নেতা মুন্সী সাজু, উলিপুর উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য মশিয়ার রহমান, লালমনির হাট উপজেলায় গেরিলা লিডার শফিকুল ইসলাম কানু, কালিগঞ্জ উপজেলায় ছিলেন স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুল হাকিম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, মনোয়ার হোসেন ও আমিরুল ইসলাম হেলাল।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন