দিনাজপুরের ফুলবাড়ীতেদুই জুয়াড়িকে আটক করে তিন দিনের জেলসহ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ফুলবাড়ী থানা পুলিশ ও আনছার সদস্যগণ উপস্থিত ছিলেন ।
অভিযুক্ত দিবস চন্দ্র রায় (৩৬) ফুলবাড়ী উপজেলার বারাইহাট এলাকার রমনী কান্তের ছেলে ও মো. শামীম (২৩) একই এলাকার মো. আজিজুল হকের ছেলে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর দেড়টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ফুলবাড়ীর আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার মিল চাতালের পাশে একটি বাঁশঝাড় থেকে তাদের দুইজনকে জুয়া খেলা অবস্থায় আটক করে তিনদিন করে জেল এবং একশত টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। এসময় নগদ অর্থ, খেলার কার্ডসহ দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা