প্রায় ১১ বছর পর নতুন কমিটি পেল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার দিনভর সম্মেলন শেষে রাতে ২৭ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করে জেলা ছাত্রলীগ।
আগামী এক বছরের জন্য গঠিত এ কমিটিতে সভাপতি করা হয়েছে শুভ সিদ্দিকীকে ও সাধারণ সম্পাদক করা হয়েছে রাহুল রায়কে। শুভ নাসিরনগর সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক এবং রাহুল ফান্দাউক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল জানান, সম্মেলনের পর আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটি পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।
সম্মেলনে উদ্বোধক ছিলেন ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। নাসিরনগর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির উদ্দিন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি আলিমুল হক, মুরাদ হায়দার টিপু, ইফতেখার আহমেদ চৌধুরী সজীব, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন