নওগাঁর মহাদেবপুরে মাদ্রাসার টয়লেটের ট্যাংকি থেকে আব্দুর রহমান (৫) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের ভালাইন মোল্লাপাড়া গ্রামের রহিদুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি আজিম উদ্দিন মাহমুদ জানান, অন্যান্যদিনের মত বৃহস্পতিবার বিকেলে শিশু আব্দুর রহমান তার বাবার সাথে শিবরামপুর মোড়ে চা পান করতে যায়। চা পানের পর তার বাবা রহিদুল ইসলাম ছেলেকে বাহিরে রেখে মাগরিবের নামাজ আদায় করার জন্য শিবরামপুর হাফেজীয়া ও কওমী মাদ্রাসার মসজিদের ভেতরে যান। নামাজ আদায় শেষে বাহিরে এসে তার সন্তানকে আর দেখতে পান না। তাৎক্ষণিকভাবে মাদ্রাসার চার পার্শ্বে ও মোড়ের সব জায়গায় খোঁজাখুঁজির ২ ঘণ্টা পর এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে মাদ্রাসার টয়লেটের ট্যাংকির পাশে তার জুতা দেখতে পান। এরপর এরপর সে একটা লাঠি দিয়ে টয়লেটের ট্যাংকির ভেতর নাড়াচাড়া করতেই তার বাচ্চার মৃতদেহটি দেখতে পান। তাৎক্ষণিকভাবে পুলিশে সংবাদ দেয়া হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন