বরগুনার পাথরঘাটার রুহিতা গ্রামে বাগানের একটি পরিত্যক্ত বসতঘর থেকে একটি দেশী পাইপগান, একটি তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১০ টার দিকে নিয়মিত টহল দিতে গিয়ে রুহিতা গ্রামে বাগানে পরিত্যক্ত একটি বসতঘর থেকে এসআই মামুন এবং এএসআই মিরাজের নেতৃত্বে পুলিশ একটি পাইকগান, একটি তাজা কার্তুজ ও একটি কার্তুজের খোসা উদ্বার করে। এব্যাপার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলে তিনি জানান।
এছাড়া রাতে পাথরঘাটার চরদুয়ানী এলাকা থেকে আঁধা কেজি গাঁজাসহ পুলিশ ইব্রাহিম (৩৬) ও জহির (১৯) নামের দুজনকে আটক করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন