গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রা এলাকায় শুক্রবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
সালনা হাইওয়ে পুলিশের ওসি মোঃ ফিরোজ হোসেন জানান, খবর পেয়ে নিহতের লাশটি উদ্ধার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন