ফরিদপুরের চরভদ্রাসনের মডেল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল আটটার থেকে চরভদ্রাসন সরকারি কলেজ মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন সরকারি কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাউছার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা কবির ত্রপা, উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাসার বাহাউদ্দীন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আমানউল্লাহ, আনোয়ার তালুকদার, সাংবাদিক আবদুস সবুর কাজল প্রমুখ।
ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুদীপ্ত ভট্টচার্যে্যর সার্বিক পরিচালনায় বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম