স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রাবন্ধিক কেন্দ্রীয় উদীচীর সাবেক সভাপতি দেশবরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার বলেছেন, স্বাধীনতা নিজেই একটা বড় প্রাপ্তি। সেই স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতার মধ্য দিয়ে আমাদের উন্নয়নও যে একদম হয় নাই তাও নয়। অনেক উন্নয়ন হয়েছে।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টায় নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পাবলিক হলের সামনে উদীচী শিল্পীগোষ্ঠীর নেত্রকোনা জেলা সংসদের পঞ্চাদশ সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য- 'শ্রেণিভেদ ভাঙ্গি শোষিতের রোষে, সম্প্রীতির মালা গাঁথি ভেদাভেদ নাশে'। এই শ্লোগানে সংগঠনের গান গেয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের সূচনা করা হয়।
এসময় তিনি আরও বলেন, কিন্তু বৈষম্য এখনও সমাজে বিদ্যমান। উদীচী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করে আসছে। উদীচী চায় প্রকৃত সংস্কৃতির সংগ্রাম গড়ে তুলতে। এই লক্ষ্যে সম্মেলনের মধ্য দিয়ে একটি শৃঙ্খল ধারাবিহকতায় উদীচী কাজ করে যাচ্ছে।
উদ্বোধন শেষে পাবলিক হলের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় শহরে। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি পুনরায় সম্মেলনস্থল পাবলিক হলে এসে সমাপ্ত হয়। এতে উদীচী কর্মী ছাড়াও জেলা শহরের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। পরে বেলা সাড়ে ১২ টায় উদ্বোধনী অধিবেশনের আলোচনা সভা শেষে সম্মেলনের কাউন্সিল অধিবেশন শুরু হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ