ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৪) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। ইব্রাহিম মহেশপুর উপজেলার জাগুসা গ্রামে আব্দুল লতিফের ছেলে।
আজ শুক্রবার দুপুরে বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন মহেশপুর ৫৮ বিজিবির লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ।
লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ পাচার করে মহেশপুর সীমান্তের মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় এলাকায় ইব্রাহিম অবস্থান করছেন- এমন গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৭টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে ৯৮টি ছোট সোনার বার ও একটি বড় স্বর্ণবার জব্দ করা হয়। যার মোট ওজন সাড়ে ১২ কেজি। ইব্রাহিমকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মহেশপুর থানায় সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ