ঢাকা আরিচা মহাসড়কে মানিকগঞ্জের শিবালয়ে পিকআপ-সিএনজি মুখোমুখি সংঘর্ষে হারুন ব্যাপারী (৫৫) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে আরও দুজন আহত হয়েছে।
নিহত হারুনের বাড়ি উপজেলার নিহন্দ এলাকায়। তিনি মৃত রুস্তম ব্যাপারীর ছেলে। হারুন পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাকির হোসেন।
তিনি বলেন, হারুন ভোরে সিএনজিযোগে আরিচা ঘাট থেকে মাছ নিয়ে তরা আড়তে যাচ্ছিলেন। মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পাটুরিয়াগামী পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হারুন ব্যাপারী নিহত হয়। এসময় সিএনজি চালক ও আরেক ব্যবসায়ী আহত হন।
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাপসাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনার পর চালক পিকআপসহ পালিয়ে যায় বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই