গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় শুক্রবার সকালে সুবানী প্রান্তিক বিদ্যানিকেতনের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি আইয়ুব রানা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হাসান মেহেদী।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্বোধক প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আব্দুল আলীম, সাংগঠনিক সম্পাদক হুমায়ূন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক সাগর আহমেদ, সাংবাদিক কামাল হোসেন বিপ্লব, সাংবাদিক সেলিম হোসেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবু অনন্ত কুমার সরকার, তন্দ্রা ভোখারি, কোচ বাপ্পি কৃষ্ট দাসসহ আরো অনেকে। এসময় উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ