নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুত্বর আহত হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার মহাদেবপুর-ছাতড়া সড়কের চাঁন্দাশ ইউনিয়নের বাগডোব ইটভাটা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম পলাশ পাহান। তিনি নিয়ামতপুর উপজেলার পুঙ্গী আদিবাসী পাড়ার যোগেশ পাহানের ছেলে।
মহাদেবপুর থানার ওসি আজিম উদ্দিন জানায়, পালশ ও সিতেশ সম্পর্কে চাচাতো ভাই। তারা মহাদেবপুর উপজেলার চান্দাশ এলাকায় আত্মীয়ের বাড়িতে এসেছিলেন। বেলা ১২ টার দিকে তারা এক সাথে মোটরসাইকেল যোগে নিজ বাড়িতে ফিরছিলেন। মহাদেবপুর-ছাতড়া সড়কের বাগডোব ইটভাটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি সড়কের পাশে তাল গাছের সাথে ধাক্কা লাগে। এ সময় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী পলাশ পাহানের মৃত্যু হয় এবং তাঁর চাচাতো ভাই সিতেশ গুরুত্বর আহত হয়। পরে স্থানীয় লোকজন আহত সিতেশকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত পলাশের লাশ উদ্ধার করে। আইনানুগ প্রক্রিয়া শেষে নিহত যুবকের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল