দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বিভিন্ন দপ্তরের ইউএনও-সহ ১৫ জন নারীকে বেগম রোকেয়া সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে দিনাজপুরের চিরিরবন্দরে বেগম রোকেয়া স্মৃতি সংঘের আয়োজনে আলোচনা সভা, সাংস্কৃতিক সন্ধ্যা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
এছাড়াও চিরিরবন্দর উপজেলার ঘণ্টাঘরা বাজারে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও এসময় পুরস্কার বিতরণ করা হয়েছে।
বেগম রোকেয়া সম্মাননা পাওয়া নারীরা হলেন-চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আয়েশা সিদ্দিকা, উপজেলা ভাইস চেয়ারম্যান লায়লা বানু, কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, আবাসিক মেডিকেল অফিসার নাসরিন নাহার কনক, স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন জর্জিনা হক হাসি, ভেটেনারি সার্জন মৌসুমী আক্তার, সাব রেজিস্ট্রার উম্মে সালমা, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা রহমানিয়া সিরাজ, আনসার ভিডিপি কর্মকর্তা সালমা খাতুন, জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী হোসনে আরা, পল্লী বিদ্যুতের এজিএম ইসরাত সুলতানা, সহকারী শিক্ষা কর্মকর্তা মোস্তারিনা বেগম, তথ্য সেবা কর্মকর্তা হাসিনা বানু ও সংরক্ষিত ইউপি সদস্য হামিদা বানু।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহী অফিসার আযেশা সিদ্দিকা। চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা বানুর সভাপতিত্বে বেগম রোকেয়ার প্রতি সম্মান জানিয়ে উপজেলার বিভিন্ন সেক্টরের নারী অফিসাররা এসময় বিশেষ অতিথি ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কুমার সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই