বেনাপোলের চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মোড়লকে (৫০) একটি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে বেনাপোল পোর্ট থানাধীন বারোপোতা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার চিহ্নিত সন্ত্রাসী সাত্তার মৃত জাহান আলী মোড়লের ছেলে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, একাধিক খুন, চাঁদাবাজি, ছিনতাইসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে পোর্ট থানায় ৯ টি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত সন্ত্রাসী সাত্তার মোড়ল ওরফে সত্তোরকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে তার বসতবাড়ীর পূর্ব পার্শ্বে গোয়াল ঘরের ভিতর থেকে একটি সচল লোহার তৈরী পিস্তল, ৫ (পাঁচ) রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন বের করে দেয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল