বগুড়া ওয়াইএমসিএ নানা আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। এ উপলক্ষে বাইবেল পাঠ ও ধ্যানপর্ব, কেক কাটা, স্মৃতিচারণ, আলোচনা সভা, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সংস্থার সভাপতি এ্যাড. বার্নাড তমাল মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া ওয়াইএমসিএর উপদেষ্টা ও এনইসি সদস্য দিলীপ মারান্ডী, সহ-সভাপতিদ্বয় সৌরভ বিশ্বাস, ডা. রিটা মন্ডল, সাধারণ সম্পাদক ও নির্বাহী পরিচালক অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, কোষাধ্যক্ষ জেমস সুদীপ্ত দেওয়ারীসহ প্রমুখ। শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার সঞ্চালনায় বক্তব্য রাখেন মনিটরিং ও ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান। বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক গিলবার্ট মৃধা ধ্যানপর্ব ও বাইবেল পাঠ করেন এবং সমাপনী ধ্যানপর্ব পরিচালনা করেন এজি চার্চের পালক ডেনিশ সরকার। শেষে সংস্থার পক্ষ হতে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/এএ