বগুড়ার নন্দীগ্রাম উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানাসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শুক্রবার বিকেলে চাকলমা বাজারে উপজেলার ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিমন মাহমুদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি আনোয়ার হোসেন রানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত সহ-সভাপতি রফিকুল ইসলাম, সরফুল হক উজ্জল, যুগ্ম-সাধারণ সম্পাদক মুকুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার, মামুনুর রশিদ, দপ্তর সম্পাদক এফ ফারুক কামাল, পৌর আওয়ামী লীগের সভাপতি বকুল হোসেন, সাধারণ সম্পাদক শাহিরুল ইসলাম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আকরাম হোসেন, শাজাহান আলী, উপজেলা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আরাফাত হোসেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক আবু তৌহিদ রাজীব প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানটি পরিচালনা করেন ভাটগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারেক হোসেন। পরে উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার আর বৈশ্বিক সুনাম ক্ষুণ্ন করতে দেশবিরোধী অপশক্তি একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে।
বিডি প্রতিদিন/এমআই