ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের কালিহাতীতে বাস ও রেললাইলের মাঝখান থেকে কামাল (৪৫) নামে এক রিক্সাচালকের মরদেহ উদ্ধার করার হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ৩টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ওই ব্যক্তি নারায়ণগঞ্জের গোপালদি পৌরসভার ঝালাকান্ধি এলাকার মৃত আব্দুল আওয়ালের ছেলে।
নিহতের স্ত্রী আছিয়া জানান, কামাল পেশায় রিক্সাচালক। গতকাল দুপুরে নিহতের দুই বন্ধু যমুনা নদীতে মাছ ধরার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে রাতে তারা ফোন দিয়ে জানান কামাল ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন। ভোরে আমি তার সন্ধানে বের হয়। দুপুরের দিকে ধলাটেঙ্গর এলাকায় বাস ও রেললাইনের মাঝে ঘাসের মধ্যে তার মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেই।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতারে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যার পর মরদেহ ফেলে যাওয়া হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন