ভোলায় মোটরসাইকেল দুর্ঘটনায় ইয়ামিন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোর ৫টার দিকে ভোলা সদর উপজেলা চরসামাইয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. মিজানুর রহমানের ছেলে।
ভোলা সদর হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্য মো. মামুন এবং ভোলা ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মো. হারুন সাংবাদিকদের জানান, শুক্রবার ভোররাতে ইয়ামিন একটি মোটরসাইকেল নিয়ে দৌলতখান উপজেলার মধ্য জয়নগর ইউনিয়ন থেকে তার মাকে ভোলা লঞ্চঘাট থেকে আনতে যায়। পথিমধ্যে ভোলা চরসামাইয়া ইউনিয়নের মাদ্রাসা বাজার এলাকায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে এবং ইয়ামিন ঘটনাস্থলেই মারা যায়।
ভোলা সদর মডেল থানার ওসি এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এক পথচারী নিহত ইয়ামিনের রক্তাক্ত মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে ৯৯৯ নম্বরে কল দিলে ভোলা ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ