সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়ন পেশাজীবী কল্যাণ সমিতির উদ্যোগে ইউনিয়নের গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার বিকালে গৌরারং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংবর্ধিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।
সংগঠনের সভাপতি নির্মলেন্দু চক্রবর্তীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক শাহ্ ফয়জুন্নুর আলী, ইউপি চেয়ারম্যান শওকত আলী।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, মো. মুক্তার আলী, অ্যাডভোকেট আমিরুল হক, প্রভাষক ফজলুল হক, উমর গণী রাসেল, তোফাজ্জুল হক সুমন, আরশদ নোমান, আতিকুর রহমান আতিক, সাদেক হোসেন চৌধুরী, রিয়াজ আলম, নিরঞ্জন সরকার, দোলন প্রমুখ।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ