কক্সবাজার সিটি কলেজের গেইটের সামনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলেজছাত্র রিদুয়ান হত্যা মামলার দুই আসামিকে আটক করেছে র্যাব।
শুক্রবার সন্ধ্যা ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।
আটককৃত আসামিরা হলেন, পৌরসভার রুমালিয়ারছরা এলাকার সেলিম সওদাগরের ছেলে হেরাম আল ছোটন (২৩) ও একই এলাকার রশিদ আহমদের ছেলে কামাল হোসাইন (২৪)।
সহাকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, আলোচিত হত্যাকাণ্ডের বিষয়ে ভিকটিমের পরিবার বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি র্যাব-১৫ অবগত হয়ে হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামিদের ধরতে গোয়েন্দা নজরদারি করা হয়। অবশেষে এই দু'জনকে চট্টগ্রামের ডাবল মুরিং থানার মনসুরাবাদ এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে তাদের জড়িত থাকার বিষয়টি তারা স্বীকার করেছে।
তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন