মুজিববর্ষ উদযাপন উপলক্ষে জয়পুরহাটে বঙ্গবন্ধু উচ্চ শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১ লাখ ৪০ হাজার টাকা বৃত্তির চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার সকালে জাকস ফাউন্ডেশনের মিলনায়তনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ১০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তি কর্মসূচির আওতায় ৩ হাজার থেকে ৫ হাজার টাকা করে চেক প্রদান করা হয়। প্রতি মাসে শিক্ষার্থীদের হাতে ওই পরিমাণ টাকা প্রদান করা হবে।
জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে এই চেক তুলে দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার। বক্তব্য রাখেন যুগ্ম পরিচালক রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পরিচালক খোরশেদ আলম ও সাংবাদিক আলমগীর চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই