কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সোনাহাট বিওপির অন্তর্গত ১০০৯ এর ১শ' গজ বাংলাদেশের অভ্যন্তরে দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়। দু'দেশের সীমান্তবর্তী নানা সমস্যা সমাধানে বৈঠকে সিদ্ধান্ত হয়।
বিজিবি জানায়, ভারত-বাংলাদেশ এ বৈঠকে সীমান্তে নজরদারী, যৌথ টহল বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুদেশের সীমান্তে চোরাচালান প্রতিরোধ, মাদক ও মানব পাচারসহ আন্ত:সীমান্ত অপরাধ বন্ধ করার বিষয়ে আলোচনা হয়। এছাড়া দু’দেশের মধ্যে বিদ্যমান শান্তি শৃঙ্খলা বজায় রাখতে যেকোন অনাকাঙ্খিত ঘটনা সমাধানে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সমাধানের মাধ্যমে বিজিবি-বিএসএফের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ব্যাপারে উভয়পক্ষ একমত হয়।
এসময় বৈঠকে বিজিবি ২২ ব্যাটালিয়নের কুড়িগ্রাম অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল মোত্তাকিম উপস্থিত ছিলেন। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন রংপুরের সেক্টর কমান্ডার কর্নেল মো.ইয়াছির জাহান হোসেন এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ভারতের ধুবরী সেক্টর কমান্ডার ডিআইজি জে সি নায়েক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল মো. আব্দুল মোত্তাকিম, লালমনিরহাট ১৫বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এস এম তৌহিদুল আলম এবং স্টাফ অফিসার এডি মো. ইউনুছ আলী।
বিডি প্রতিদিন/হিমেল