কুড়িগ্রামের রৌমারীতে বিদ্যুৎস্পর্শে আবু হানিফ (৪৫) নামের এক বিদ্যুৎ মিস্ত্রি নিহতের ঘটনা ঘটেছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু হানিফ সদর ইউনিয়নের পুর্ব ইজলামারী গ্রামের আবু বক্করের ছেলে। মৃতের পরিবার সূত্রে জানা যায়, আবু হানিফ তার গ্রামের পাশে বড়াইবাড়ি গ্রামের আবু হোসেনের ছেলে আবু জালালের সেচ পাম্প মেরামতের কাজ করছিলেন।
এসময় অসাবধানতাবশত তিনি কাজ করতে বিদ্যুতস্পর্শ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ব্যাপারে রৌমারী সদর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুতের সেচ পাম্পের কাজ করতে গিয়ে তিনি নিহত হওয়ার বিষয়টি দুঃখজনক। রৌমারী থানার ওসি তদন্ত এমআর সাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএ