প্রীতি ম্যাচে রাজশাহী বিভাগীয় কমিশনার দফতরের কর্মকর্তাদের দল ‘পদ্মা এক্সপ্রেস’ চার উইকেটে গণমাধ্যমকর্মীদের নিয়ে গড়া দল ‘রাজশাহী গ্লাডিয়েটরকে’ হারিয়েছে।
টানা ৪ ম্যাচ জয়ের পর পদ্মা এক্সপ্রেসের কাছে প্রথম হারের স্বাদ পেয়েছে রাজশাহী গ্লাডিয়েটর। এর আগে রাজশাহী গ্লাডিয়েটর চাঁপাইনবাবগঞ্জ ও খুলনা টাইগারকে দুই বার করে হারিয়েছিল।
শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজশাহী গ্লাডিয়েটরের অধিনায়ক কবীর তুহিন। টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৭ রান করে গ্লাডিয়েটর। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান আসে অধিনায়কের ব্যাট থেকে। এছাড়াও সহ অধিনায়ক শাহজাদা করেন ১২ রান। পদ্মা এক্সপ্রেসের হয়ে দীপন ৯ রান, আরোজ ১৩ রান ও রাজু ১৬ রানের দিয়ে ২টি করে উইকেট নিয়েছেন।
৬৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে পদ্মা এক্সপ্রেস। ৯ ওভারে ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে দলটি। শেষ দিকে রাজশাহী গ্লাডিয়েটটের জোড়া ক্যাচ মিসে পদ্মা খেলায় ফেরে। চার বল হাতে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। পদ্মা এক্সপ্রেসের পক্ষে পিয়ারুল ১৬ ও অভিজিৎ ১৪ এবং মনু‘র ১৩ রান করেছেন। রাজশাহী গ্লাডিয়েটরের পক্ষে সোহান সর্বোচ্চ ২ উইকেট পেয়েছেন।
খেলা শেষে বিজয়ী দলের অধিনায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার জিয়াউল হক ও পদ্মা এক্সপ্রেস দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দৈনিক সোনার দেশের সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, দৈনিক সোনালী সংবাদ সম্পাদক লিয়াকত আলী, আরইউজের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান খান আলম ও রাজশাহী গ্লাডিয়েটরের সভাপতি কাজী শাহেদ।
বিডি প্রতিদিন/নাজমুল