নোয়াখালীর কোম্পানীগঞ্জে মিছিলের পরিকল্পনা করায় এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মো. শাহাজান (৫০)। তিনি উপজেলার চর হাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জামায়াত আমির।
শুক্রবার দুপুরে তাকে নোয়াখালী ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চর হাজারী ইউনিয়নের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজ্জাদ রোমন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতাকে গ্রেফতার করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম জানান, গ্রেফতার আসামির নেতৃত্বে লোকজন জড়ো হয়েছিল এবং মিছিল করেছে।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোশারেফ হোসাইন বলেন, মিছিলের পরিকল্পনা করায় জামায়াত নেতা শাহাজানকে গ্রেফতার করলেও গত ২৯ মার্চ দায়ের হওয়া বিস্ফোরক দ্রব্য মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ