পটুয়াখালীর কলাপাড়ায় সূর্যমুখীর প্রযুক্তি গ্রাম প্রদর্শনী করা হয়েছে। তেল বীজ জাতীয় এই শস্যের আবাদ টেকসই করার লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম টিয়াখালী গ্রামে কৃষি সম্প্রসারণ বিভাগের অয়োজন করে। উপজেলা কৃষি কর্মকর্তা এ আর এম সাইফুল্লাহ’র সভাপতিত্বে কারিগরি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প পরিচালক জসিম উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পটুয়াখালী খামারবাড়ির উপ-পরিচালক এ কে এম মহিউদ্দিন, খামারবাড়ি ঢাকা উপ-প্রকল্প পরিচালক মুহম্মদ আরশেদ আলী চৌধুরী, বরিশাল অঞ্চল মনিটরিং অফিসার রথীন্দ্র নাথ বিশ্বাস, ঢাকা অঞ্চল মনিটরিং অফিসার মুহাম্মদ শফিকুল হক আকন্দ, টিয়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হাসান সুজন মোল্লা।
বিডি প্রতিদিন/নাজমুল