বাংলাদেশ ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা শাখার নতুন কমিটি গঠনের লক্ষে জীবন বৃত্তান্ত সংগ্রহ সভাকে ঘিরে ব্যাপক শোডাউন করেছে পদ প্রত্যাশীরা। শহরের দলীয় কার্যালয় প্রাঙ্গণে একের পর এক মিছিলে মুখরিত ছিল তারা। কেন্দ্রীয় নেতাদের অংশ গ্রহণে শুক্রবার বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত এ সভার কার্যক্রম চলে। এতে করে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কে প্রায় দুই ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ওই রুটে চলাচলকৃত এ্যাম্বুলেন্সসহ শতশত যানবাহন আটকা পড়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ। পরে ট্রাফিক পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ২৫ মার্চ রাত ৯টার দিকে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে কেন্দ্র। নতুন কমিটি গঠনের লক্ষে পদ প্রত্যাশীদের জীবন বৃত্তান্ত সংগ্রহে কেন্দ্রীয় ৩ নেতাকে দায়িত্ব দেয়া হয়। শুক্রবার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকি নাজ, উপ-আইন সম্পাদক শাহেদ খান, সহ-সম্পাদক জাহিদুল ইসলাম নোমান লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে সভা আহবান করে। জেলা শাখার সভাপতি-সম্পাদক পদ প্রত্যাশীদের কাছ থেকে জীবন বৃত্তান্ত সংগ্রহ করেন তারা। সভাপতি পদে ১৮ জন ও সম্পাদক পদে ২৭ জন জীবন বৃত্তান্ত জমা দেন বলে জানা যায়।
এ উপলক্ষে পদ প্রত্যাশীরা নিজেদের অবস্থান জানান দিতে বিকেল থেকে মিছিল নিয়ে শোডাউন করে সভাস্থলে উপস্থিত হন। এসময় একের পর এক শোডাউনে সড়কে যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী সাধারণ ও পথচারীরা।
এব্যাপারে জানতে চাইলে ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হক সিদ্দিকি নাজ বলেন, সুসংগঠিত ইউনিট গঠন ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে আপোসহীন নেতৃত্ব গঠনের লক্ষে কাজ করছে ছাত্রলীগ।
এদিকে শোডউন নিয়ে যান চলাচল বন্ধে ভোগান্তির বিষয়ে জানতে চাইলে দুঃখ প্রকাশ করেন উপ-আইন সম্পাদক শাহেদ খান। এসময় তিনি বলেন, এটা খুব স্বাভাবিক একটি বিষয় যে কোন অনুষ্ঠান করতে গেলে এরকম হবেই, তাছাড়া জনকল্যানমূলক নয়, ছাত্রলীগ হলো ছাত্রদের অধিকার আদায়ের সংগঠন।
বিডি প্রতিদিন/এএ