সাতক্ষীরায় নানা আয়োজনের মধ্য দিয়ে গুণীজন সংবর্ধনা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র আয়োজনে সংগঠনটির সভাপতি অধ্যাপক আবুল হোসেসের সভাপতিত্বে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা মো. মফিজুর রহমান।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে দর্শক কাতারে বসে অনুষ্ঠান উপভোগ করেন এবং মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ এম এ এম আব্দুল ওয়াহেদ, গুণীজন সংবর্ধনা উদযাপন কমিটির আহ্বায়ক শেখ হারুন উর রশিদ, সদস্য সচিব অতিরিক্ত পিপি এড. শেখ তামিম আহমেদ সোহাগ, এড. ফাহিমুল হক কিসলু প্রমুখ।
গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে ১০ জনকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতরা হলেন, মাহবুবউদ্দিন আহমেদ বীর বিক্রম, অধ্যাপক মুনতাসীর মামুন, মীর ইশরাক আলী ইসু মিয়া মরণোত্তর, স.ম আলাউদ্দিন মরণোত্তর, অধ্যাপক ডা. এস.এম আব্দুল ওহাব, খায়রুল বাসার, মঞ্জুর হাসান মিন্টু মরণোত্তর, সুনীল ব্যানার্জি মরণোত্তর, রওশন আরা খানম মরণোত্তর, নিলুফার ইয়াসমিন মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়।
এতে মুক্তচিন্তার মঞ্চ সাতক্ষীরা’র উদ্যোগে গুণীজন সম্মাননা অনুষ্ঠানে মুক্তবার্তা’র মোড়ক উন্মোচন করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানউল্লাহ কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম ও রাবিয়ান’র সদস্য সচিবালয়ে সাতক্ষীরার হাবীব সালাম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন