ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ বিশ্বাসের নামে মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার বিকেলে শহরের পায়রা চত্বরে পাগলাকানাই ইউনিয়নবাসীর ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এতে ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ ইউনিয়নের কয়েক’শ নারী-পুরুষ অংশ নেয়। এসময় বক্তারা আবু সাঈদ বিশ্বাসসহ কয়েকজনের নামে করা মামলা প্রত্যাহারের দাবি জানান। মামলা প্রত্যাহার না করা হলে আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এরপর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পাগলাকানাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসেম আলী বিশ্বাস।
এসময় উপস্থিত ছিলেন কুমড়াবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিলাল হোসেন মাস্টার, সাবেক ইউপি সদস্য সামছুল আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জসিম উদ্দিন, আওয়ামী লীগ নেতা মাহফুজুর রহমান, আব্দুল ওয়াদুদ ও গোলাম হায়দার বিশ্বাস প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই