বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে শামিমা হক রোজিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও পারভিন খাতুনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া জয়তুন বেগমকে পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি ও রাশিদা খাতুনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কমিটি ঘোষণা করা হয়।
শুক্রবার দুপুর ১টায় সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিংড়া উপজেলা ও পৌর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন রুখসানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কোহিনূর খান, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাত আরা হেনরী, মিনা মালেক, সাংগঠনিক সম্পাদক দিলরুবা জামান শেলি, সুলতানা রাজিয়া পান্না, সুরাইয়া বেগম ইভা, সিংড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওহিদুর রহমান, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, নাটোর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রত্না আহমেদ এমপি ও সাধারণ সম্পাদক বিউটি আহমেদ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছা. শামীমা হক রোজি। আর অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যোতি সরকার।
বিডি প্রতিদিন/এমআই