সিরাজগঞ্জ সদরের খোকশাবাড়ী পলিটেকনিক ইন্সটিটিউটের সামনে উল্টোপথে আসা বেপরোয়া গতির প্রাইভেটকারের ধাক্কায় সিএনজি উল্টে সাংবাদিকসহ ৬ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জন হলেন বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আব্দুস সামাদ সায়েম ও সিরাজগঞ্জ সদরের রহমতগঞ্জ এলাকার আব্দুল মোতালেবের ছেলে মোস্তাক আহম্মেদ (৩০)।
এছাড়া নাম না জানা আরো ৪ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, উল্টোদিক থেকে বেপরোয়া গতির একটি প্রাইভেটকার এসে সিএনজিকে সজোরে ধাক্কা দেয়, মুহূর্তেই সিএনজিটি উল্টে সিএনজিতে থাকা সবাই গুরুতর আহত হয়। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। অন্যদিকে প্রাইভেটকার চালক বিভিন্ন মানুষজনের মাধ্যমে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করে পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল