পটুয়াখালীর গলাচিপায় মুদি দোকানের বকেয়া পাওনা টাকা চাইলে প্রতিপক্ষের হামলায় ইসমাইল হাওলাদার (৬৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার রতনদীতালতলী ইউনিয়নের মাটিভাঙ্গা বাজারে। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের পশ্চিম কাচারিকান্দা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে।
হামলাকারী হলেন- একই উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে রফিক মোল্লা (৫০)। সংবাদ পেয়ে গলাচিপা থানার ওসি সঙ্গীয় ফোর্সসহ তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। ঘটনার পরপরই পুলিশ ঘটনার সাথে জড়িত ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাম হাওলাদারের ছেলে বাহাউদ্দিন (৪০) ও একই এলাকার আলী আশ্রাফ হাওলাদারের ছেলে নূর মোহাম্মদ (৩৫) নামে দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম।
নিহত ইসমাইল হাওলাদারের মেজ ছেলে রাকিব হাসান জানান, তার বাবা ইসমাইল হাওলাদারের মুদি দোকান থেকে গত চার মাস আগে পার্শ্ববর্তী ডাকুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কৃষ্ণপুর গ্রামের হালিম মোল্লার ছেলে রফিক মোল্লা তিন হাজার টাকার পণ্য বাকিতে নেয়। শুক্রবার সকালে রফিক মোল্লা মাটিভাঙ্গা বাজারে আসলে ইসমাইল হাওলাদার তার দোকানের বকেয়া পাওনা টাকা চান। এরই জের ধরে
রাত সোয়া ৮টার দিকে রফিক মোল্লা তার দলবল নিয়ে বৃদ্ধ ইসমাইলের দোকানে এসে ছেলে রাকিবের উপর চড়াও হয়।
এ সময় ইসমাইল হাওলাদার বাধা দিলে পূর্বপরিকল্পিতভাবে রফিক মোল্লা তার দলবল নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে ইসমাইল ও তার ছেলে রাকিবের উপর হামলা ও দোকান ভাংচুর করে। এতে বৃদ্ধ ইসমাইল গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ইসমাইলকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত আনোয়ার ইসলাম বলেন, আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/আবু জাফর