নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তহিদুর রহমান লিটনের (৪৫) ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৯টায় শহরের হাফরাস্তা এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। আহত লিটনকে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগ নেতা লিটনের স্ত্রী নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিরিন আখতার জানান, শুক্রবার রাত সাড়ে ৯টায় মেয়ের জন্য চিপস কিনতে তিনি বাসা থেকে বের হয়ে শহরের হাফরাস্তা মোড়ে যান। এ সময় নিজ দলের ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী পূর্বপরিকল্পিত ও অতর্কিতভাবে আওয়ামী লীগ নেতা লিটনের উপর চড়াও হয়ে তাকে লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে।
এ সময় স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ও পরে তাকে রামেক হাসপাতালে পাঠায়। কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসিম আহম্মেদ মুঠোফোনে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আমরা ব্যবস্থা নিব।
বিডি প্রতিদিন/আবু জাফর