নেচে, গেয়ে নগরবাসীকে আনন্দে মাতিয়ে গেলেন নগর বাউল জেমস ও তার সঙ্গীরা। গেল রাতে (শুক্রবার দিবাগত রাতে) গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বাধীনতা কনসার্টে অংশ নেন তারা। এছাড়া একই মঞ্চে গান পরিবেশন করেন কণ্ঠশিল্পী কোনাল ও আশিক।
অনুষ্ঠানের শুরু বিকেলে হলেও দুপুরের পর দলে দলে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ আসতে থাকেন রাজবাড়ী মাঠে। গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। সিটির ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের এমপি শামসুন্নাহার ভূঁইয়া, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: আমিনুল ইসলাম, জেলা প্রশাসক আনিসুর রহমান, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান, জিসিসির প্যানেল মেয়র (মহিলা) এড. আয়েশা আক্তার প্রমুখ।
প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল তার বক্তব্যে, নগরবাসীর যানজট নিরসনে জয়দেবপুর রেল ক্রসিং এলাকায় অচিরেই একটি ফ্লাইওভার নির্মাণের আশ্বাস দেন।
এ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১০২ টি আতশবাজি ফোটানো। দর্শকদের মুহুর্মুহু করতালি, মোবাইল ফোনে ধারণ অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন