গাজীপুরের কালিয়াকৈরে জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভর্তুকি দিয়ে স্বল্পমূল্যে গরিব, অসহায় মানুষের মাঝে নিত্য পণ্য বিতরণ করা হয়েছে। উপজেলার লতিফপুর এলাকায় শনিবার সকালে এসব পণ্য বিতরণ করা হয়। স্বল্পমূল্যে পণ্য পেয়ে খুশি দুস্থ, গরিব ও হতদরিদ্র ক্রেতারা।
স্বল্পমূল্যে পণ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালিয়াকৈর থানার (ওসি তদন্ত) আবুল বাশার, (ওসি অপারেশন) মনিরুজ্জামান খান, জনকল্যাণ ফাউন্ডেশনের সদস্য আব্দুল মালেক, মোকারম হোসেন, সাদ্দাম হোসেন, রাইসুল ইসলাম, হাফিজ উদ্দিন, সাদেকুল ইসলাম, এরশাদ হোসেন, মনোয়ার হোসেন, খোকন মিয়া, আলামিন মিয়া, মঞ্জু ইসলাম, মোশারফ হোসেন, রাকিব মিয়া, এমদাদুল হকসহ অনেকে।
কালিয়াকৈর থানার ওসি অপারেশন মনিরুজ্জামান খান বলেন, ওই সংগঠনের উদ্যোগ অবশ্যই প্রসংশার দাবিদার। তবে কোনো বাজারে পণ্যের দাম বেশি নিলে ৯৯৯-এ ফোন দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন