তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, শুনলাম বিএনপি নাকি গণঅনশন করছে, অনশনের আশপাশের খাবারের দোকানে ভালো বিক্রি হচ্ছে। বিএনপির রাজনীতি তো মিথ্যাচারের ওপর প্রতিষ্ঠিত। আশা করব আজকেই সব মিথ্যাগুলো বলে দিবে। আগামী একমাস মিথ্যা বলা বন্ধ হবে।
শনিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফের মরদেহে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্য নিয়ে তাদের আন্দোলন, দ্রব্যমূল্য তো ধীরে ধীরে কমছে। বিএনপির মধ্যে অস্বস্তি এবং অস্থিরতা দুটোই বেড়ে গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন