নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চার কেজি গাঁজাসহ মো. হানিফ (৪২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটক হানিফ নোয়াখালীর সেনবাগ থানাধীন পরিকোট এলাকার বাসিন্দা।
শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ।
তিনি জানান, শুক্রবার বিকেলে সিদ্ধিরগঞ্জ থানাধীন চট্টগ্রাম রোড এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মো. হানিফ (৪২) নামের এক মাদকবিক্রেতাকে আটক করে র্যাব। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ঢাকাগামী একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব জানায়, হানিফ মাদক পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে প্রাইভেটকারে মাদক পরিবহন করে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন