চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইটবোঝাই একটি ট্রলি উল্টে গোলাম রাব্বানী (১৭) নামে ট্রলির এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় ট্রলির চালকসহ আরও দু’জন আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০ টার দিকে উপজেলার তালখাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
গোলাম রাব্বানী জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর কাজিগ্রাম কলকলি পাড়ার কবির আলীর ছেলে।
জানা গেছে, সকাল ১০টার দিকে ইট বোঝাই একটি ট্রলি রহনপুরের দিক থেকে কাজিগ্রামের দিকে আসছিল। এসময় তালখড়ি নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিটি উল্টে খাদে পড়ে যায়। এসময় ট্রলি শ্রমিক গোলাম রাব্বানী ঘটনাস্থলেই মারা যান এবং ট্রলি চালকসহ দু’জন আহত হন।
গোমস্তাপুর থানার ওসি দিলিপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ফারজানা