ফেনীর ফুলগাজীতে ট্রাকচাপায় শাহরিয়ার বাপ্পি নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। শনিবার সকালে ফেনী পরশুরাম সড়কের ফুলগাজীর বন্ধুয়ার দৌলতপুরে এই দুর্ঘটনা ঘটে। শাহরিয়ার ফেনী সদর উপজেলার আলোকদিয়া মন্টু সওদাগর বাড়ির মাষ্টার শাহজাহানের ছেলে।
ফায়ার সার্ভিসের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
ফুলগাজী থানার অফিসার ইনচার্জ মো. মঈন উদ্দিন জানান, মোটরসাইকেলটি পরশুরাম থেকে ফেনীর দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলটি ধাক্কা খেলে সে ছিটকে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম