“এমন বিশ্ব গড়ি অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তির প্রতিভা বিকশিত করি” এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীতে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস।
দিবসটি উপলক্ষে আজ শনিবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
নরসিংদী জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর ও স্বেচ্ছাসেবী সংস্থার আয়োজনে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাসুম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুল হাসান তাপস এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মেডিকেল অফিসার সঞ্জয় কুমার সাহা, পাপড়ির নির্বাহী পরিচালক আবু বাছেদ, সুইড বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন সরকার, সমাজকর্মী মতিউর রহমান জাকিরসহ অন্যরা।
আলোচনা শেষে অটিজমে আক্রান্ত শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/ফারজানা