রংপুরের কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের বিশ্বনাথ গ্রামে অন্যের স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ার জেরে সাইদুল ইসলাম (২৪) নামে এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।
শনিবার সকালে পুলিশ বিশ্বনাথ গ্রামের রফিকুল ইসলামের ঘরের মেঝে খুঁড়ে তার লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চর আজমখাঁ গ্রামের আজিম উদ্দিনের পুত্র মো. সাইদুল ইসলাম শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। সকাল থেকে রাত পর্যন্ত তিনি আর ফেরেননি। আত্মীয়-স্বজনরা বিভিন্ন এলাকায় খোঁজ করেও তাকে খুঁজে পায়নি।
পরদিন শনিবার সকালে প্রতিবেশী এক ব্যক্তি বিশ্বনাথ গ্রামের বাসিন্দা হারেজ আলীর পুত্র মো. রফিকুল ইসলামের (৩৬) ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে গিয়ে রক্ত দেখতে পান। তাৎক্ষণিকভাবে এই খবর ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থলে গিয়ে সাইদুল ইসলামের পরিবারসহ এলাকাবাসীর সন্দেহ হয়। পরে কাউনিয়া থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জমির মালিক রফিকুল ইসলামকে আটক করে।
পরে আটক রফিকুলের তথ্য মোতাবেক তার বসতঘরের মেঝে খুঁড়ে সাইদুলের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে রফিকুল ইসলাম পুলিশকে জানিয়েছে , সাইদুল প্রায়ই তার স্ত্রী বুলবুলিকে কুপ্রস্তাব দিতেন। এ কারণে তিনি তাকে হত্যা করেছেন।
এই ঘটনায় আরো কেউ জড়িত আছে কিনা পুলিশ তা তদন্ত করছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, রফিকুল ইসলাম ও তার স্ত্রী বুলবুলি বেগমকে আটক করা হয়েছে। নিহত সাইদুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল
বিডিপ্রতিদিন/কবিরুল