ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত দফায় দফায় উপজেলার চরচারতলা গ্রামের দুই পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।
আহতদের স্থানীয়ভাবে ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, চরচারতলা গ্রামের আনু সরকার বাড়ির লোকজনের সঙ্গে শেয়াল বাড়ির লোকজনের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ ঘটনায় তিন পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হন।
সরাইল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনিছুর রহমান জানান, সংঘর্ষে পুলিশ সদস্যসহ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ