ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নে সাব্বির বিশ্বাস (১৫) নামে এক স্কুলছাত্রের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উত্তর দয়ারামপুর গ্রামের একটি ফসলি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাব্বির চরমাধবদিয়া ইউনিয়নের আছিরুদ্দিন মুন্সির ডাঙ্গী গ্রামের ঘোড়ার গাড়িচালক আলমগীর বিশ্বাসের ছেলে। সে গোলডাঙ্গী স্কুলের ৮ম শ্রেণির ছাত্র ছিল।
নিহত স্কুলছাত্রের পরিবার সূত্রে জানা যায়, স্কুলে পড়ার পাশাপাশি সাব্বির অবসর সময়ে ইজিবাইক চালিয়ে নিজের পড়ালেখার খরচ চালাত। শুক্রবার সকালে ব্যাটারি চালিত ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হবার পর রাতে আর সে বাড়ি ফেরেনি। বিভিন্ন স্থানে খোঁজ নিয়েও তার সন্ধান মেলেনি।
শনিবার সকালে স্থানীয়রা একটি ক্ষেতের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
স্থানীয়দের ধারণা, ইজিবাইক ছিনিয়ে নেওয়ার জন্য সাব্বিরকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি এম এ জলিল বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল