নাটোরের সরকারের সমসাময়িক উন্নয়ন কার্যক্রম নিয়ে সংবাদকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার বেলা ১২টায় এই সভার কার্যক্রম শুরু হয়।
সভায় আসন্ন রমজান মাসে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী বিক্রি এবং সমসাময়িক বিভিন্ন ইস্যুভিত্তিক আলোচনা করা হয়। নাটোর সদর হাসপাতালসহ জেলার অন্যান্য সরকারি হাসপাতালে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমসহ স্বাস্থ্য সেবা, পুকুর খনন, বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখা, কৃষি সারের বাজার মূল্য ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
সভাপতির সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সরকার প্রদত্ত সকল নাগরিক সেবা জনসাধারণের জন্যে নিশ্চিত করা এবং নাটোরকে বাসযোগ্য রাখতে জেলা প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। এই লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক।
বিডি প্রতিদিন/হিমেল