নওগাঁর বদলগাছীতে গভীর রাতে ডাকাতি চলাকালে ডাকাত দলের চাপাতি ও ছুরিকাঘাতে আহত দুই ভাই জীবনের ঝুঁকি নিয়ে আটক করেছে এক ডাকাত সদস্যকে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পার-আধাইপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
পুলিশ ও গ্রামবাসী জানায়, ওই গ্রামের রমেন চন্দ্র মন্ডলের বাড়ির জানালার গ্রীল খুলে বাড়ির ভেতর প্রবেশ করে ডাকাত দলের ৫ সদস্য। এরপর বাড়ীর মেইন গেট খুলে রেখে ডাকাতি শুরু করে তারা। ডাকাতরা ঘরের মালামাল আসবাবপত্র তছনছ করে। নগদ ১ লাখ ১২ হাজার টাকাসহ ৭ ভরি স্বর্নের অলঙ্কার ছিনিয়ে নেয়। ডাকাতরা এ সময় গৃহকর্তার স্ত্রী কানন বালার কানের লতি ছিরে ফেলে স্বর্ণের রিং খুলে নেয়। গৃহকর্তার ২ ছেলে পিন্টু ও মিন্টু কুমার বাঁধা দিলে ডাকাতরা চাপাতির আঘাতে পিন্টর মাথা জখম করে। মিন্টুর গলায় ছুরিকাঘাত করে এবং দুই ভাইকে বেধড়ক মারপিট করে। তবু জীবনের ঝুঁকি নিয়ে আহত দুই ভাই সাহসিকতার সঙ্গে এক ডাকাতকে হাতে নাতে ধরে ফেলে। এ সময় তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আটককৃত ডাকাত সদস্য আব্দুর রহমান তাজেল (৫৬)কে গ্রেপ্তার করে চিকিৎসার জন্য বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ডাকাতের মারপিট ও ছুরিকাঘাতে আহত দুই ভাই পিন্টু হাসপাতালে ভর্তি হয়। মিন্টু কুমারসহ তার মা হাসপাতালে জরুরী বিভাগে চিকিৎসা নেয়।
শনিবার সকালে থানায় মিন্টু কুমার জানায়, আহত শরীরে তারা দুই ভাই দুই ডাকাত সদস্যকে আটকানোর চেষ্টা করেছে। এর মধ্যে একজনকে ধরে ফেলে তারা। মিন্টু আরো জানায়, পূর্বে আরো ২/৩ বার তাদের বাড়ি ডাকাতি হয়েছে। আটককৃত ডাকাত সদস্য আব্দুর রহমান তাজেল জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দাসড়া গ্রামের মৃত আমির উদ্দীনের ছেলে।
বদলগাছী থানার ওসি আতিকুল ইসলাম জানান, থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির কাজে ব্যবহৃত ছুরি উদ্ধার হয়েছে।
বিডি প্রতিদিন/এএম