অবশেষে পটুয়াখালীর কলাপাড়ায় সেই জীন খাল উদ্ধারে নেমেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুর দুইটার দিকে পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়ক সংলগ্ন ওই খালটির বাঁধ অপসারণের মধ্য দিয়ে শুরু হয় এ উদ্ধার অভিযান।
এসময় খালের সম্মুখে অবৈধ একটি স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। প্রায় দুই কিলোমিটার এ খাল উদ্ধার অভিযান শুরুর পরই জনমনে স্বস্তি লক্ষ করা গেছে। তবে এ খালের উপর অবৈধভাবে নির্মিত সকল বাঁধ অপসারণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা যায়, ৮০’র দশকে ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তারা চাষযোগ্য কৃষি জমি দেখিয়ে এ খালটি বন্দোবস্ত দেয়। প্রবাহমান খালটিতে পানি ওঠানামা বন্ধ হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত হয় কৃষকসহ স্থানীয়রা। এ ব্যাপারে নাগরিক উদ্যোগ উপজেলা শাখা খালটি উদ্ধারের দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন ও সমাবেশ করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক সাংবাদিকদের জানান, এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে জেলা প্রশাসনের নির্দেশ মোতাবেক উপজেলা প্রশাসন এবং পৌরসভার যৌথ উদ্যোগে খালটিকে মুক্ত করার কাজ হাতে নেওয়া হয়েছে। এ ধরনের সরকারি সকল সম্পদ পর্যায়ক্রমে উন্মুক্ত করা হবে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান বলেন, খাল উন্মুক্ত হওয়ায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। পরবর্তী সময়ে দীর্ঘস্থায়ী পরিকল্পনা নিয়ে এ খালটি রক্ষা করার উদ্যোগ নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই