মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মহেশপুর এলাকা থেকে ৩টি তাজা ককটেলসহ ৩ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল- মোল্লাকান্দি ইউনিয়নের রাজারচর এলাকার রহিম মন্ডলের ছেলে প্রিন্স (২০), নজির মাদবরের ছেলে সাকিব হোসেন (২১) ও মুক্তার মন্ডলের ছেলে রাকিব মন্ডল।
মুন্সীগঞ্জ সদর থানার সাব-ইন্সপেক্টর রিপন হোসেন জানান, বুধবার বিকেলে মহেশপুর এলাকাবাসী ৩ যুবকের হাতে তাজা ককটেলসহ আটক করে থানায় খবর দেয়। আমরা ঘটনাস্থলে গিয়ে ককটেলসহ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসি।
স্থানীয় এলাকাবাসীরা জানান, ওই ৩ যুবককে মহেশপুর এলাকায় প্রবেশের পথে গতিবিধি সন্দেহ হলে তাদের গতিরোধ করা হয়। পরে তাদের কাছে ককটেল দেখতে পেয়ে পুলিশে খবর দেই। মহেশপুর গ্রামে আতঙ্ক সৃষ্টি করতে তারা এলাকায় ককটেল নিয়ে প্রবেশ করেছে।
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ওসি মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনায় তদন্ত চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পরিবেশ অশান্ত করার চেষ্টা করলে কঠোর ভাবে দমন করা হবে।
বিডি প্রতিদিন/এএম